ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে আবার চালু হচ্ছে সরকারি অফিসপত্র।
আগের নিয়ম অনুযায়ী, অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
সরকারি কর্মজীবীরা গত ২৮ মার্চ থেকে ৬ এপ্রিল (শনিবার) পর্যন্ত ছুটি কাটিয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ৩১ মার্চ।
ঈদ উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্তে গ্রামের বাড়িতে ছুটে গিয়েছিলেন অনেকে।
ফলে রেল, সড়ক ও নৌপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সবাই। বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে ঢাকায় ফিরে এসেছেন।
গতকাল রাজধানীর লঞ্চঘাট, রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল কর্মজীবী মানুষের সরব উপস্থিতি।
এসআর
মন্তব্য করুন: