[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, সদরঘাটে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫ ১:১৪ পিএম

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে আজ (শনিবার) কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে।

সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন বাস ও ট্রেন স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের বিপরীত স্রোত—রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়।

বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী লঞ্চ যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ৭০-৭৫টি লঞ্চ এসে পৌঁছায়। অধিকাংশ লঞ্চ যাত্রী নামিয়ে দ্রুত পুনরায় বরিশালসহ বিভিন্ন গন্তব্যে রওনা দেয়। এতে টার্মিনালে সৃষ্টি হয় জনজট ও যানবাহন সংকট। অনেক যাত্রীকে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

বিআইডব্লিটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ)-এর কর্মকর্তা আরিফ বলেন, “আজ ভোর থেকে এখন পর্যন্ত ৭০টির বেশি লঞ্চ ঢাকায় পৌঁছেছে। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধাপে ধাপে ফিরছে। তবে আজ ফিরতি যাত্রার চাপ বেশি লক্ষ্য করা গেছে।”

সুরভি-৭ লঞ্চের কর্মচারী সাইদুল বলেন, “বিগত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী কিছুটা বেশি। সাধারণত ঈদের আগের এবং ছুটির শেষ দিকের দিনগুলোতেই বেশি ভিড় হয়।”

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজ মিয়া জানান, “বরিশাল থেকে ঢাকায় ফিরতে কিছুটা ভোগান্তি হয়েছে। পদ্মা সেতুর কারণে লঞ্চের যাত্রী কমলেও আজ চাপ ছিল। আমাদের লঞ্চটি সকাল সাড়ে ৫টায় সদরঘাটে এসে আবার দ্রুত ফিরে গেছে।”

বিআইডব্লিটিএ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে দিনে ও রাতে মিলিয়ে শতাধিক লঞ্চ নিয়মিত যাতায়াত করে। ঈদ ও বিশেষ উপলক্ষে যাত্রীদের চাপ বিবেচনায় অতিরিক্ত লঞ্চও চালু রাখা হয়।

অন্যদিকে এখনো কিছু মানুষ নাড়ির টানে ঢাকা ছাড়ছে, তবে শহরের সড়কগুলো তুলনামূলকভাবে যানজটমুক্ত। সংশ্লিষ্টরা ধারণা করছেন, আগামিকাল রোববার প্রথম কর্মদিবসে রাজধানীতে যাত্রীর চাপ আরও বাড়বে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর