[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৫ ৬:৩৭ পিএম

ফাইল ছবি

দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তার মালিকানাধীন ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপ-পরিচালক মো. মাহফুজ ইকবাল আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাত সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে তার ও তার পরিবারের নামে বিভিন্ন কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে।

এসব শেয়ারের মাধ্যমে অর্জিত মুনাফা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় আদালতে এগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়।

এ ছাড়া, সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিগুলো হস্তান্তরের চেষ্টা করা হচ্ছিল বলে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।

অভিযোগ নিষ্পত্তির আগে এ সম্পত্তি স্থানান্তর বা অন্যভাবে ব্যবহারের আশঙ্কা থাকায় আদালত মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ মোতাবেক এগুলো জব্দের নির্দেশ দেন।

এর আগে, গত ৫ মার্চ আদালত সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর