প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কার্যক্রম ডিজিটাইজ করার নির্দেশ দিয়েছেন।
শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সেবাগুলোকে আরও দক্ষ ও সহজলভ্য করতে মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কার্যক্রম অটোমেশন, শতভাগ ইলেকট্রনিক ফাইল ব্যবহার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) বাস্তবায়ন এবং ডিজিটাল সিগনেচার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, সরকারি তথ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে ডেটার আন্তঃসংযোগ ও বিনিময় নিশ্চিত করতে নিরাপদ API-ভিত্তিক ডেটা আদান-প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডিজিটাইজেশনের অংশ হিসেবে নির্ধারিত মন্ত্রণালয়গুলোর জন্য পাইলট প্রকল্প শিগগিরই চালু করা হবে, যা আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এসআর
মন্তব্য করুন: