অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (৩ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা লাহবিবের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠক চলাকালে ইইউ কমিশনার হাজদা লাহবিব জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন এ বছর ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।
তিনি আরও বলেন, এই অনুদান গত বছরের তুলনায় বেশি হলেও ক্যাম্পের মানবিক সংকট মোকাবিলার জন্য তা পর্যাপ্ত নয়, কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে।
প্রধান উপদেষ্টা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশ্বস্ত করেন যে, সরকার জনগণের আস্থা বজায় রেখে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় ইইউ প্রতিনিধি দলও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।
এসআর
মন্তব্য করুন: