[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

এক সঙ্গে গ্রেফতার যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১২ পিএম

ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশ বিশেষ অভিযানে দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদককে গ্রেপ্তার করেছে।

তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫) ও সম্পাদক বাবুল আহম্মেদ (৪৮)। দুজনই উপজেলার দয়ারামপুর গ্রামের বাসিন্দা।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মালেককে দয়ারামপুর বাজার থেকে ও বাবুল আহম্মেদকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর বাজার থেকে গ্রেপ্তার করে।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর