[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

এবার ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৪:২৮ পিএম
আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৪ পিএম

ফাইল  ছবি

সরকারি নীতির অংশ হিসেবে এবার ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এই ডিসিরা ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ডিসিদের মধ্যে বর্তমানে চারজন চাকরিতে বহাল ছিলেন। তাদের পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আরও ১৮ জন ডিসিকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি প্রশাসনে দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর