জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো সারসংক্ষেপে এ প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। পরবর্তী পর্যায়ে এ সংক্রান্ত পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না। তিনি বলেন, "পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে পাসপোর্ট ইস্যুর প্রচলিত নিয়ম পরিবর্তন করা হচ্ছে।
বর্তমানে সাধারণ পাসপোর্ট ১২ কর্মদিবস এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে তিন কর্মদিবসের মধ্যে সরবরাহ করা হয়। নতুন নিয়ম চালু হলে প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: