[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৬:২৩ পিএম

ফাইল ছবি

ঢাকার গুলিস্তানে অবস্থিত ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্টেডিয়ামটি ১৯৫৪ সালে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে যাত্রা শুরু করে। পাকিস্তান আমলে এটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ব্যবহৃত হতো। স্বাধীনতার পর এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়।

প্রথমদিকে স্টেডিয়ামটি ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার জন্য ব্যবহৃত হতো। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ এখানেই অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ক্রিকেট ভেন্যু হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম জনপ্রিয়তা পাওয়ায়, এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হতে থাকে।

অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যার অংশ হিসেবে গত সপ্তাহে বেশ কয়েকটি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়।

এবার জাতীয় পর্যায়ের অন্যতম প্রধান এই স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। তবে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর