[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫ ৬:০২ পিএম

ফাইল ছবি

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেল ৫টা ৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে দাভোস থেকে জুরিখ হয়ে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন।

ড. ইউনূস গত ২১ জানুয়ারি দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সম্মেলনের সময় তিনি মোট ৪৭টি আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ড. ইউনূস এই সফরে চারজন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা, ১০ জন সিইওসহ উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।

এছাড়াও, তিনি ৯টি আনুষ্ঠানিক নৈশভোজ ও মধ্যাহ্নভোজে এবং ৮টি মিডিয়া ইভেন্টে অংশ নেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই সফরকে দেশের অর্থনীতি ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর