[email protected] শুক্রবার, ২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ৮:২০ পিএম

ফাইল ছবি

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে।

এই বছর ১০টি ক্যাটাগরিতে ১০ জন লেখককে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম জানানো হয়।

বাঙালি সাহিত্যের নানান শাখায় অবদানের জন্য যারা পুরস্কৃত হচ্ছেন, তাঁরা হলেন:

  • কবিতা: মাসুদ খান
  • কথাসাহিত্য: সেলিম মোরশেদ
  • নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
  • প্রবন্ধ বা গদ্য: সলিমুল্লাহ খান
  • শিশুসাহিত্য: ফারুক নওয়াজ
  • অনুবাদ: জি এইচ হাবীব
  • গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
  • বিজ্ঞান: রেজাউর রহমান
  • মুক্তিযুদ্ধ: মোহাম্মদ হাননান
  • ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনা এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করেছে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর