সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে।
এই বছর ১০টি ক্যাটাগরিতে ১০ জন লেখককে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম জানানো হয়।
বাঙালি সাহিত্যের নানান শাখায় অবদানের জন্য যারা পুরস্কৃত হচ্ছেন, তাঁরা হলেন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনা এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করেছে।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।
এসআর
মন্তব্য করুন: