জনমতের চাপে এবং বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি খাতে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্বিবেচনা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে বুধবার চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, সাধারণ রেস্তোরাঁ এবং মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ খাত থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
সবার জন্য চিকিৎসা সেবাকে আরো সাশ্রয়ী করতে ব্যবসায়িক পর্যায়ে ওষুধের ওপর বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ তুলে দিয়ে পূর্বের ২.৪% হার পুনর্বহাল করা হয়েছে।
দেশের ডিজিটাল উন্নয়ন অব্যাহত রাখতে মোবাইল সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বাড়তি সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করা হয়েছে।
থ্রি স্টার, ফোর স্টার এবং ফাইভ স্টার রেস্তোরাঁ বাদে সাধারণ রেস্তোরাঁগুলোর ওপর আরোপিত বাড়তি ভ্যাটও তুলে নেওয়া হয়েছে। এতে খাবারের দাম বাড়ার যে আশঙ্কা ছিল, তা দূর হয়েছে।
মোটর গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ কমাতে গ্যারেজ এবং ওয়ার্কশপ সেবার ওপর আরোপিত বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
এই পদক্ষেপগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাবে এবং দেশের অর্থনীতিকে চাঙা করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: