৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
আগে এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।
তবে চলমান স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সময়সীমা এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পিএসসির নতুন নির্দেশনা অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চালু থাকবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পিএসসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা।
পিএসসির এই সিদ্ধান্তে চলমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন, যা তাদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: