[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে টিন আত্মসাৎ মামলার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৪৮ এএম

ফাইল ছবি

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছে আপিল বিভাগ।

আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের রুলের ওপর শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং দুদকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

২০০৭ সালের ১৩ জুন ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে যৌথবাহিনী ১০০ বান্ডেল ত্রাণের টিন উদ্ধার করে। ওই দিনই বোরহান উদ্দিন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে হাফিজ ইব্রাহিম, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম গজনবী, স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

এই মামলার বিচার চলাকালীন ২০১৩ সালের ১ অক্টোবর হাফিজ ইব্রাহিম হাইকোর্টে একটি আবেদন করে, যার মাধ্যমে তার বিরুদ্ধে মামলার অংশটি বাতিল করার জন্য অব্যাহতির আবেদন জানানো হয়। হাইকোর্ট সেই সময়ে রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।

২০১৮ সালের ১১ নভেম্বর, রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে রায় দেয়। এরপর, হাফিজ ইব্রাহিম আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

এখন আপিল বিভাগের রায়ের পর, মামলার কার্যক্রম স্থগিত থাকবে, যতক্ষণ না আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর