রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থায়ী ক্যাম্পাসের দাবি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করার পর তারা শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
বাইরে অপেক্ষমাণ শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ করে, যা ধাওয়া-পাল্টা ধাওয়ার রূপ নেয়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, "শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন এবং ভেতরে প্রবেশ করতে চাইছিলেন। পুলিশ তাদের বাধা দিলে তারা পরে সেখান থেকে সরে যান।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: