[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করা শয়তানের কাজ- দুদু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৪:১৮ পিএম

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি গরিব ও মধ্যবিত্ত মানুষের দল।

আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ লুটপাটে জড়িত। যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে, তারা ‘শয়তানের বাবা’।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘অভ্যুত্থানের পাঁচ মাস: আকাঙ্ক্ষা ও শঙ্কা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণ করা, খুন-গুম বন্ধ করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।

কিন্তু বর্তমান সরকার এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো দায়িত্বে বহাল আছেন, যারা আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি শিবির প্রসঙ্গে বলেন, “শিবির ও ছাত্রলীগের মধ্যে অনেকে একে অপরের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের মধ্যে কেউ ফিরে যেতে পারবে না।

তিনি এ বছরের মধ্যেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। তিনি বলেন, “আমরা চাই নতুন নেতৃত্ব আসুক এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক।”

দুদু ড. ইউনুসের উদ্দেশ্যে বলেন, “আপনার ওপর বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের আস্থা আছে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, যেন আপনার সম্মান ক্ষুণ্ন না হয়। কেউ কেউ আপনাকে কলঙ্কিত করতে চাইতে পারে।”

আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সতর্কতা

দুদু আরও বলেন, “আওয়ামী লীগের নেত্রীর হাতে প্রচুর শক্তি এবং দুর্নীতির সম্পদ রয়েছে। আন্দোলনকারীদের উচিত ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলা করা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান।

আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, সাংবাদিক নেতা বাসির জামাল এবং কৃষক দলের নেতারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর