[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে, শুরু হয়েছে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ২:২৬ পিএম

ফাইল ছবি

১১ দিন পর সচিবালয়ের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনে কার্যক্রম আংশিক স্বাভাবিক হয়েছে।

নয়তলা ভবনের চারটি পুড়ে যাওয়া তলা ছাড়া বাকি পাঁচ তলায় কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন।

আজ রবিবার (৫ জানুয়ারি) থেকে উপদেষ্টা ও সচিবদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর গাড়িও সচিবালয়ে প্রবেশ করতে পারছে। এদিন থেকে ৭ নম্বর ভবনটিতে সবাই প্রবেশের অনুমতি পাচ্ছেন। তবে ধ্বংসপ্রাপ্ত ছয় থেকে নয়তলা পর্যন্ত শুধুমাত্র গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের প্রবেশের অনুমতি রয়েছে।

পাঁচতলার পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা করছে। চারতলায় রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তিনতলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং দুইতলায় স্থানীয় সরকার বিভাগের দপ্তর।

অগ্নিকাণ্ডের প্রভাবে ভবনের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত চিহ্ন স্পষ্ট। দুইতলার মেঝেতে ছাইয়ের কালো দাগ রয়েছে, লিফট এখনও বন্ধ। পাঁচতলায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। তবে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কর্মীদের কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ছয় থেকে নয়তলা পর্যন্ত চারটি তলার মেঝে সম্পূর্ণ পুড়ে গেছে। ফ্লোরগুলোর কলাপসিবল গেট তালাবদ্ধ এবং সিঁড়িগুলো ধসে পড়েছে। ধ্বংসপ্রাপ্ত ফ্লোরগুলোতে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর দিনগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর