ঢালাওভাবে সাময়িক বরখাস্তের ধারা অব্যাহত থাকলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তারা।
সভায় বক্তারা জানান, সামান্য অপরাধে ঢালাওভাবে বরখাস্তের ঘটনা বাড়ছে, যা সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায়।
জনপ্রশাসন সংস্কার কমিশনকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এমন প্রক্রিয়া অব্যাহত থাকলে চাকরিবিধি মেনে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে।
বক্তারা বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে একক ক্যাডারের নিয়ন্ত্রণের ফলে পেশাদারিত্বে ঘাটতি দেখা দিচ্ছে।
এর পরিবর্তে প্রতিটি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি, মেধাভিত্তিক উপসচিব পুল গঠন ও কোটা পদ্ধতির অপব্যবহার বন্ধের দাবি জানান তারা।
বক্তারা বলেন, সিভিল সার্ভিসের একটি নির্দিষ্ট ক্যাডারের প্রভাবের কারণে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। দেশের জনসেবা খাতের অগ্রগতি নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন অপরিহার্য।
বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আরিফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সমন্বয়ক ফারহানা আক্তার ও ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন ড. মুহম্মদ মফিজুর রহমানসহ ২৫ ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতারা।
সভায় বক্তারা জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে প্রশাসনিক সংস্কার ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রাষ্ট্রের কল্যাণে মেধাভিত্তিক ও পেশাদার প্রশাসনিক কাঠামো গঠনের আহ্বান জানান তারা।
এসআর
মন্তব্য করুন: