বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছিল ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা করার জন্য।
তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এই ঘোষণাপত্রের খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খসড়া তৈরির প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং এতে সব পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে। ফলে এতে মতভেদের কোনো শঙ্কা নেই।”
এর আগে, কেন্দ্রীয় শহিদ মিনারে লাখো ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সরকারকে সময় বেঁধে দেয়ার পর, ‘জুলাই প্রোক্লেমেশন’-এর অবস্থা নিয়ে রিজওয়ানা হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমরা জুলাই ঘোষণাপত্রের খসড়া এখনও প্রস্তুত করিনি। তবে খসড়ার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “এ বিষয়ে সব দল ঐকমত্যে পৌঁছাবে, এমনটাই আশা করা হচ্ছে। সব পক্ষই একমত যে একটি প্রোক্লেমেশন হতে হবে, এবং সরকারের পক্ষ থেকে খসড়া তৈরির প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তাই এখানে মতানৈক্যের কোনো কারণ নেই।”
২০২৪ সালের শেষ দিনে, ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলন ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের প্রস্তুতি ঘোষণা করেছিল। শহিদ মিনারের ওই কর্মসূচি থেকেই ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা করার কথা ছিল।
এই ঘোষণাপত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ‘অপ্রাসঙ্গিক’ ঘোষণা করা হবে এবং ১৯৭২ সালের ‘মুজিববাদী’ সংবিধানকে নতুনভাবে পুনর্লিখিত করা হবে বলে ঘোষণা করা হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: