[email protected] সোমবার, ১৮ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৫ ১২:৪৭ এএম

ফাইল ছবি

ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, “নতুন বছরের আগমনী বার্তা আমাদেরকে উদ্দীপ্ত করে।

এটি নব উদ্যমে সুন্দর আগামীর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে পৌঁছানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ মর্যাদায় রক্ষা করব। দেশের মানুষের কল্যাণে নিজেদের সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাস ও অপশক্তিকে প্রতিহত করব।”

নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এই কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

নতুন বছরের এই শুভ মুহূর্তে দেশকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর