[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

বুধবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ২:৫৮ এএম

ফাইল ছবি

আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর শুরু হচ্ছে বুধবার (১ জানুয়ারি)।

এবার রাজধানীর পূর্বাচল উপশহরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে মাসব্যাপী এই মেলা।

প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে

এশিয়ান বাইপাস সড়কের অসমাপ্ত নির্মাণ কাজের কারণে যানজটের শঙ্কা রয়েছে। স্থানীয়দের মতে, এই সমস্যা মেলায় আগত দর্শনার্থীদের জন্য অসুবিধার কারণ হতে পারে।

মেলা প্রাঙ্গণে স্টল তৈরির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। প্রায় ৮০ শতাংশ স্টলের কাজ শেষ হয়েছে। আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় মেলাকে সফল করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেলায় ৩৬২টি স্টল থাকবে, যার মধ্যে দেশি-বিদেশি স্টল অন্তর্ভুক্ত।

প্রধান প্রবেশদ্বার ‘৩৬ জুলাই’-এর স্মৃতির আদলে তৈরি করা হয়েছে। শহিদদের স্মরণে পূর্ব পাশে নির্মিত হয়েছে শহিদ আবু সাঈদ কর্নার। মূল ভবনের ভেতরে থাকবে ইয়ুথ প্যাভিলিয়ন এবং শিশুদের জন্য ডিজিটাল শিশু পার্ক। দর্শনার্থীদের জন্য তিনটি বসার জায়গা এবং ব্যাংকিং সুবিধা দিতে রাখা হয়েছে ডাচ-বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের বুথ।

মেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ২৩৪টি সিসি ক্যামেরা, পাঁচটি ওয়াচ টাওয়ার, ভ্রাম্যমাণ আদালত এবং সেনাবাহিনীর টহল দল সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।

দর্শনার্থীরা ঘরে বসে অনলাইনে টিকিট কিনতে পারবেন। আয়োজকদের মতে, এই উদ্যোগ মেলায় প্রবেশকে আরও সহজ করবে।

বিআরটিসি বাস সেবা চালু থাকবে, যা রাজধানী ও আশপাশের জেলা থেকে দর্শনার্থীদের যাতায়াত সহজ করবে। যানজট কমাতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। প্রয়োজন হলে টোল ফ্রি রাস্তার ব্যবস্থাও রাখা হতে পারে।

১ জানুয়ারি সকাল ১০টায় মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আয়োজকরা আশা করছেন, বর্ণাঢ্য আয়োজন এবং বিশাল দর্শক সমাগমের মাধ্যমে মেলা সফলভাবে সম্পন্ন হবে।

ব্যবসায়ীরা মেলা থেকে ভালো বেচাকেনার আশা করছেন। সিএনজি চালক নুরুল আমিন বলেন, “মেলা আসলে আমাদের কিছু বাড়তি আয়ের সুযোগ হয়।

আয়োজকদের মতে, মেলা দেশের বাণিজ্যিক অগ্রগতির প্রতীক হিসেবে একটি বড় ভূমিকা পালন করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর