[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

সচিবালয়ে নিরাপত্তা দায়িত্বে থাকা ডিসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪ ১:১০ পিএম

ফাইল  ছবি

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তাকে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। একই আদেশে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

গত ২৫ ডিসেম্বর, বুধবার রাত ২টার কিছু পরে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায়, আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হন। অভিযোগ রয়েছে, সচিবালয়ের সামনে রাস্তা পুলিশ না বন্ধ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। অভিযোগের তিন দিন পরই নিরাপত্তা বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে বদলি করা হলো।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর