[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

৩১ ডিসেম্বর কী ঘটতে যাচ্ছে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৩ পিএম

আগামী ৩১ ডিসেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে এই দিনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা ৩১ ডিসেম্বরের গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত দিচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, ‘৩১ শে ডিসেম্বর শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন পোস্ট করেছেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশা আল্লাহ!’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘Comrades, 31st DECEMBER! Now or Never.’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে বলেছেন, ‘Proclamation of July Revolution Now or Never!’ অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, ‘All eyes on 31st December, 2024. Now or Never!’ তার পোস্টের কমেন্ট সেকশনে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ওই দিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো ঘোষণা আসতে পারে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই প্রোক্লেমেশন’ (ঘোষণা) অনুষ্ঠিত হবে।

তবে এটি কোনো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটি মূলত ‘জুলাই প্রোক্লেমেশন’ নিয়ে। এর বেশি কিছু তিনি প্রকাশ করতে চাননি।

এদিকে, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘এটা মুজিববাদের কবরের ঘোষণা।’

৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর