বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমের আশ্বাসে ঢাকা শহরের শাহবাগ মোড়ে চলমান সড়ক অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সারজিস আলম শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনরত চিকিৎসকদের সাথে আলোচনা করেন এবং তাদের আশ্বাস দেন। এরপর চিকিৎসকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
সারজিস আলম বলেন, “ট্রেইনি চিকিৎসকদের দাবি যথার্থ। এমন পরিস্থিতিতে রাস্তায় নেমে আন্দোলন করা অত্যন্ত দুঃখজনক। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে, তবে আমরা আবারও রাস্তায় নামব। জানুয়ারি থেকে ভাতা কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া জরুরি।"
এই আশ্বাসের পর, চিকিৎসকরা বৃহস্পতিবার পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করে। এ সময় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন জানান, "আজকের আন্দোলন আমরা স্থগিত করছি, তবে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ভাতা বৃদ্ধি সংক্রান্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে আমাদের কর্মবিরতি চলবে।"
এর আগে, দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ২৫ হাজার টাকায় একজন ট্রেইনি চিকিৎসকের জীবনযাপন সম্ভব নয়। তারা ভাতার পরিমাণ ৫০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেন।
এসআর
মন্তব্য করুন: