[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

নির্ধারিত পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:০১ এএম

ফাইল  ছবি

বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, তদন্ত কমিটিতে পাঁচ থেকে ৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। এই কমিটির সদস্যদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকবেন।

এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর