[email protected] সোমবার, ৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪ ৪:০৭ পিএম

ফাইল  ছবি

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, গত তিন মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।

তিনি বলেন, "নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের এগিয়ে যেতে হবে, যা দেশের জ্বালানি সঙ্কট সমাধানে সহায়ক হবে। চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র ঘোষণা করা হবে।"

এছাড়া, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, "টিকে থাকতে হলে আমাদের ঘুষ বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় প্রতিযোগিতা আনার প্রয়োজনীয়তা রয়েছে। সরকারের সঙ্গে সখ্য করে ব্যবসা চালানোর দিন শেষ। শুধু ভালো ব্যবসায়ীদের জন্য উপযোগিতা তৈরি করা হবে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর