চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক শিকলবাহা এলাকায়
অবৈধভাবে নকল সাবান তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিপুল পরিমাণ নকল সাবানসহ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় র্যাবের একটি দল। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে তৈরি করা বিপুল পরিমাণ ভেজাল ও নকল সাবান উদ্ধার করা হয়। পাশাপাশি সাবান তৈরির কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামও জব্দ করা হয়। পরে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এসআর
মন্তব্য করুন: