[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ১:০৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় পলাতক

সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে অবশেষে আটক করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, তাকে বরিশালের নলছিটি এলাকায় অভিযান চালিয়ে ধরা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) লায়লা ফিরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) নিজ ফ্ল্যাটে হত্যা করে আয়েশা পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা যায়—সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে লিফটে ওঠে আয়েশা সপ্তম তলায় যায়। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে স্কুলড্রেস ও মুখে মাস্ক পরে, কাঁধে একটি ব্যাগ নিয়ে ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর