[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য কার্যতালিকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ১২:০৪ পিএম

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার দাবিতে করা

রিট এখন হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার সম্ভাবনা আছে।

গত ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন। এতে বলা হয়েছে—নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা অবৈধ। এর পরিবর্তে ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠন এবং নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে এসব নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আরও দাবি করা হয়—রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখতে হবে। কারণ জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হলে নির্বাহী বিভাগের প্রভাব থেকে নির্বাচন কমিশন মুক্ত থাকতে পারে না। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

ইয়ারুল ইসলামের মতে, নির্বাহী বিভাগ এখন জনগণের আস্থা হারিয়েছে এবং তাদের ওপর নির্ভর করলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা এবং বর্তমান ইসি সচিবকে অপসারণ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর