[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিষয়টি রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, “কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না; অভিযোগের বস্তুনিষ্ঠতাই আমাদের বিবেচ্য বিষয়।”

অভিযোগ অনুযায়ী, রাজধানীর নিকুঞ্জ-১ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়ির আশপাশে সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বাড়ির দুই পাশের রাস্তা হাঁটার অনুপযোগী করা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব শেষে আবদুল হামিদ ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে নিকুঞ্জের ওই বাড়িতে ওঠেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর