হাইকোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে—বাগেরহাট জেলার
চারটি পুরোনো সংসদীয় আসন ২৪ ঘণ্টার মধ্যে পুনর্বহাল করতে এবং এ বিষয়ে নতুন গেজেট প্রকাশ করতে। আদালত আরও ঘোষণা করেছে যে নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেট, যেখানে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয়েছিল, তা অবৈধ।
বিচারপতি শশাঙ্গ শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এই রায় দেন এবং ৬১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
এর আগে, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়, যা চূড়ান্ত গেজেট আকারে ৪ সেপ্টেম্বর প্রকাশিত হয়। তবে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদের মধ্যে বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতিসহ কয়েকটি সংগঠন হাইকোর্টে রিট দায়ের করে।
হাইকোর্টের জারি করা রুলে জানতে চাওয়া হয়েছিল—কেন চারটি আসন পুনর্বহাল করা হবে না এবং কেন আসন কমানোর গেজেটকে অবৈধ ঘােষণা করা হবে না। রুলের শুনানি শেষে আদালত আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত বাতিল করে পুরোনো চারটি আসন পুনর্বহালের নির্দেশ দেয়।
বাগেরহাটে ১৯৬৯ সাল থেকে চারটি আসন নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তে বাগেরহাট-১, ২ ও ৩ হিসেবে পুনর্গঠন করা হয়েছিল; কিন্তু হাইকোর্টের রায়ের ফলে আগের চারটি আসনই বহাল থাকবে।
এসআর
মন্তব্য করুন: