রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম কিবরিয়া
জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে দাবি করা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে দুই বছরের সাজা যথেষ্ট নয়, তাই আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হোক।
রিটে সংশ্লিষ্ট আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আবেদনটি শুনানির অনুমতি দিয়েছেন। কিবরিয়া উল্লেখ করেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তি থাকলে কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না।
এসআর
মন্তব্য করুন: