[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যাবে কি না—রায় ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৩:৩৯ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে হস্তান্তরের বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আগামী ৪ ডিসেম্বর রায়ের দিন ঘোষণা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এনসিটি পরিচালনা বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও বিদেশি কোম্পানির মধ্যে সম্ভাব্য চুক্তির ওপর প্রশ্ন তুলে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। পরবর্তীতে ১৩ নভেম্বর রুল শুনানির তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়।

১৯ নভেম্বর থেকে রুলের ওপর ধারাবাহিকভাবে শুনানি শুরু হয়। শুনানির দ্বিতীয় দিন ২০ নভেম্বর আদালত চুক্তি–সংক্রান্ত সব কার্যক্রম আপাতত স্থগিত রাখতে সরকারকে মৌখিকভাবে নির্দেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

২০০৭ সালে নির্মিত হয় চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল। নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। দেশের আমদানি–রপ্তানি কনটেইনার পরিবহনের বড় অংশই এই টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর