পূর্বাচলে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।
মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায় মামলার সংশ্লিষ্ট সবাই।
এসআর
মন্তব্য করুন: