[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৮:১৩ পিএম

গ্রেফতার সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো. লাবু তালুকদার।

মৌলভীবাজার পৌর শহর থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে র‌্যাব। 

সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী লাবু কয়েক দিন যাবত গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন। এই দম্পতির পরিকল্পনা ছিল মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়া।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী গ্রেফতারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর