[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৫ ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা না থাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ ভর্তির জন্য প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা পূরণ করেননি। নীতিমালার শর্ত অনুযায়ী, আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। অথচ তার বিএ (পাস) পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৪৭ শতাংশ।

এ ছাড়া আবেদনপত্রে বেনজীর দাবি করেন, তিনি সমমানের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, যা তার মূল সনদের সঙ্গে সাংঘর্ষিক।

এই অসংগতির ভিত্তিতে ২০ জুলাই সিন্ডিকেট সভায় ডিগ্রি স্থগিতের সিদ্ধান্ত হয়। পাশাপাশি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য জানান, এ ঘটনায় দায়ী ব্যক্তি বা দপ্তর শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর