[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

মুন্নি সাহার পরিবারের ১৮ কোটি টাকার ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

সাংবাদিক মুন্নি সাহা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

এসব হিসাবে মোট ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন (এস এম প্রমোশনস-এর স্বত্বাধিকারী) এবং ভাই তপন কুমার সাহার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে দুদকের অনুসন্ধান চলছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ড অনুযায়ী, অভিযুক্তদের নামে একাধিক ব্যাংক হিসাব এবং তাতে বহু সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব হিসাবে বর্তমানে মোট স্থিতি ১৮ কোটি ১৬ লাখ টাকা, যা বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন।

এর আগে, চলতি বছরের ৩ জুন মুন্নি সাহা, তার মা, স্বামী এবং দুই ভাই—তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর