[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

৪ স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ১১:৩৮ এএম

খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে ঢাকায় আটকে রাখার অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার বাসা থেকে তিনজন ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, চলতি মাসের ৬, ১১ ও ২৩ তারিখে নবম ও দশম শ্রেণির চার ছাত্রীকে তিনি বিভিন্ন সময়ে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় তাদের আটক রাখা হয়। ২৪ জুন এক ছাত্রী কৌশলে পালিয়ে এসে পরিবারের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মিজানুর রহমান আগে ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। স্কুল ছুটির দিনগুলোতে তিনি শিক্ষার্থীদের নানা প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, অভিযুক্ত শিক্ষক সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করতেন। ঘটনায় এক শিক্ষার্থীর বাবা ফতুল্লা থানায় মামলা করেছেন।

তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ ও যৌন সহিংসতা সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর