[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ৭:৪৩ পিএম

আলোচিত সেই ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন ব্যক্তিগত সহকারী ও আলোচিত ‘৪০০ কোটি টাকার পিয়ন’ মো. জাহাঙ্গীর আলমের নামে থাকা দুইটি ব্যাংক অ্যাকাউন্ট ও একটি সঞ্চয়পত্রে থাকা মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল এ সংক্রান্ত আবেদন করেন এবং তথ্য নিশ্চিত করেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মো. জাহাঙ্গীর আলম (৫৫) নিজের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জন করেছেন। একইসঙ্গে নিজের ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ৮টি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা অবৈধভাবে স্থানান্তর ও উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদক আরও জানায়, তদন্তে জানা গেছে, আসামি তার মালিকানাধীন অস্থাবর সম্পদ দ্রুত হস্তান্তরের চেষ্টা করছেন। এতে তদন্ত ও বিচার শেষে সরকারের অনুকূলে এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ ব্যর্থ হতে পারে। এ কারণে তদন্ত চলাকালে সংশ্লিষ্ট সম্পদ ফ্রিজ করা জরুরি বলে কমিশন আদালতে আবেদন করে।

প্রসঙ্গত, মো. জাহাঙ্গীর আলম আলোচনায় আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ‘পিয়ন’ পদমর্যাদার কর্মচারী হয়েও শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের পর।

তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর