রাষ্ট্রপতিকে শপথ পাঠাবেন স্পিকার না প্রধান বিচারপতি—এই সাংবিধানিক বিষয়কে কেন্দ্র করে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই শুনানির তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ১০ মার্চ গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী একটি রিট আবেদন দাখিল করেন। রিটে তিনি ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান প্রধান বিচারপতির মাধ্যমে পরিচালনার বিধান পুনর্বহালের নির্দেশনা চান। প্রাথমিক শুনানি শেষে ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।
সোমবার রিটটি হাইকোর্টের কার্যতালিকায় ৪ নম্বরে ওঠে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
আইনজীবী ওমর ফারুক জানান, আজ শুধুমাত্র চূড়ান্ত শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রুলের জবাব এখনো আদালতে দাখিল করা হয়নি।
জারি করা রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
প্রসঙ্গত, সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। কিন্তু সংশোধনীর পর ওই বিধান পরিবর্তন করে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়া হয় জাতীয় সংসদের স্পিকারকে। এ সংশোধনীর বৈধতা নিয়েই রিট আবেদনটি দায়ের করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: