প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে রাজনৈতিক সমর্থন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, “রাজনৈতিক সমর্থন ছাড়া এ উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে।”
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা ও আইনি চ্যালেঞ্জসহ সার্বিক বিষয় নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন (ইসি)।
সিইসি বলেন, “আমরা সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে চাই। তবে এই প্রচেষ্টার সাফল্য নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপর।”
ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, আলোচনা সভায় প্রবাসীদের ভোটিং সিস্টেমের নিরাপত্তা, কারিগরি সম্ভাব্যতা, আন্তর্জাতিক মান রক্ষা, আইনি কাঠামো ও বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরা হয়।
এর আগে, গত ৮ এপ্রিল প্রবাসীদের ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার অংশগ্রহণে একটি কর্মশালা আয়োজন করে ইসি। এর ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠান—বুয়েট, ঢাবি ও এমআইএসটি—তিনটি পৃথক প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনগুলোতে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির সম্ভাব্যতা, সীমাবদ্ধতা, প্রযুক্তিগত কাঠামো, আর্থিক চাহিদা এবং পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়।
এসআর
মন্তব্য করুন: