এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১,৩৬০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এ সংক্রান্ত আবেদন উপস্থাপন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার সংশ্লিষ্টরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র বিভিন্ন শাখার ব্যাংক হিসাব থেকে অর্থ হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে তদন্তের স্বার্থে এবং সম্ভাব্য সম্পদ লোপাট ঠেকাতে এসব হিসাব অবিলম্বে জব্দ করা প্রয়োজন।
আদালত সূত্রে জানা গেছে, এস আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোট ১,৩৬০টি হিসাব জব্দ করা হয়েছে, যেখানে প্রায় ২ হাজার ৬১৯ কোটি টাকা জমা রয়েছে।
এর আগে, চলতি বছরের ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার জব্দের আদেশ দেন একই আদালত। এরপর ৩ ফেব্রুয়ারি আরও ১৭৫ বিঘা সম্পদ, যার বাজারমূল্য প্রায় ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা, জব্দের আদেশ দেওয়া হয়।
এস আলম গ্রুপের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: