[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বিএনপি কর্মী হত্যায় মামলা: আসামির তালিকায় শেখ হাসিনা ও ইরেশ যাকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ৫:০০ পিএম

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ (২১) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের তালিকায় রয়েছেন সাবেক এমপি-মন্ত্রী, ঢাকার দুই সাবেক মেয়র, নির্বাচন কমিশনার, আইনজীবী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা।

এছাড়া অভিনেতা ইরেশ যাকের মামলার ১৫৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

আদালত ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে এবং অভিযোগটি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, মাহফুজ আলম শ্রাবণ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রেনেটা কোম্পানিতে ক্যাজুয়াল কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করতেন এবং শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিতেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর