সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর জানান, চলতি এপ্রিল মাসেই এ রেড নোটিশ জারি করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ৪ মে সপরিবারে দেশ ত্যাগ করেন বেনজীর আহমেদ। একই বছরের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে চারটি মামলা দায়ের করে।
দুদকের মামলার অভিযোগে বলা হয়, বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা এবং মেজ মেয়ে তাহসীন রাইসার বিরুদ্ধে যথাক্রমে ৮ কোটি ৭৫ লাখ ও ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
২০২৩ সালের ১২ জুন আদালত বেনজীর ও তার পরিবারের নামে থাকা ঢাকার বাড্ডা ও আদাবরের ৮টি ফ্ল্যাট এবং নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরার ২৫ একর ২৭ কাঠা জমি ক্রোকের আদেশ দেন। পরে আরও ৬২১ বিঘা জমি, গুলশানে ৪টি ফ্ল্যাট, ১৯টি কোম্পানির শেয়ার, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব জব্দের আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: