৭১ টেলিভিশনের মালিক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেছেন।
রোববার ঢাকার যুগ্ম জেলা জজ আদালত (৪র্থ) এ মামলাটি গ্রহণ করেন।
মামলায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ আরও চার সাংবাদিককে বিবাদী করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান, অর্থনৈতিক প্রতিবেদক কাওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইন।
মামলার আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ১৭ এপ্রিল ‘এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন বাদী ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর বলে দাবি করা হয়েছে।
বাদীর অভিযোগ, প্রতিবেদনের মাধ্যমে তার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এতে অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
এ ক্ষতির পরিমাণ আনুমানিক এক হাজার কোটি টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আদালত বিবাদীদের আগামী ২৩ জুনের মধ্যে স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে, মেঘনা গ্রুপের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি এবং মামলার কাগজপত্র সোমবার দৈনিক আমার দেশ-এর কার্যালয়ে পাঠানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: