[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

চার বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় মুখোমুখি স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ৫:১৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর তুরাগ থানায় এক বৃদ্ধের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সংলাপ ঘিরে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, উপদেষ্টা থানায় এসে বৃদ্ধকে জিজ্ঞেস করেন, “আপনার বিরুদ্ধে কে মামলা করেছে?” উত্তরে বৃদ্ধ বলেন, “আমার স্ত্রী।”

এ কথা শুনে উপদেষ্টা আবার জিজ্ঞেস করেন, “আপনি কয়টা বিয়ে করেছেন?” বৃদ্ধ নির্দ্বিধায় উত্তর দেন, “চারটা।”

সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হেসে ওঠেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও মুচকি হাসেন।

জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তুরাগ থানায় এই ঘটনা ঘটে।

আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান, “কোন অভিযোগে মামলা হয়েছে?” বৃদ্ধ জানান, “নারী নির্যাতনের মামলা।”

তখন পাশে থাকা এক পুলিশ কর্মকর্তা বিস্ময়ে বলেন, “এই বয়সে আবার বিয়ে করলেন কেন?” এর জবাবে উপদেষ্টা হেসে পাল্টা প্রশ্ন করেন, “আপনি কয়টা বিয়ে করেছেন?” বৃদ্ধ আবারও বলেন, “চারটা বিয়ে করেছি।”

তিনি আরও জানান, তার প্রথম দুই স্ত্রী মারা গেছেন। তৃতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। চতুর্থবার যাকে বিয়ে করেন, সেই আগের স্ত্রীই এখন মামলা করেছেন। মামলার অভিযোগগুলোকে তিনি ভিত্তিহীন বলেও দাবি করেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন এবং সরাসরি জনগণের অভিজ্ঞতা শোনার চেষ্টা করছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর