[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

প্লট বরাদ্দে অনিয়ম

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ৩:১৪ পিএম

ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া দুটি পৃথক দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে জানানো হয়, মামলার আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

দুটি মামলার একটিতে ১২ জন ও অন্যটিতে ১৭ জন আসামি রয়েছেন। পরোয়ানা পাওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন।

মামলার পটভূমি

দুদকের অভিযোগে বলা হয়েছে, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও পূর্বাচলে প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগে আরও বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়।

আরও মামলায় পরোয়ানা

এর আগে ১৩ এপ্রিল একই আদালত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের কয়েকজন সদস্যসহ ২১ জনের বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এসব মামলায় শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিকের নামও রয়েছে।

১০ এপ্রিল, পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত আরেক মামলায় শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুদক সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ছয়টি মামলায় এসব ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

তদন্ত চলমান

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, মামলাগুলো তদন্তাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অভিযুক্তদের বক্তব্য এখনো আনুষ্ঠানিকভাবে পাওয়া যায় নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর