নরসিংদীতে গত বছরের আলোচিত জুলাই গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী ও জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) নরসিংদী থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। একই মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকেও গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, “গুলির নির্দেশ প্রদানের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের সরাসরি ভূমিকা ছিল। এছাড়াও আরও কয়েকজন ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত ১৮ জুলাই নরসিংদীতে পুলিশি গুলিতে শহীদ হন দশম শ্রেণির ছাত্র তাহমিদ ভূইয়া। এরপর বিক্ষোভরত জনতা তাহমিদের মরদেহ নিয়ে মিছিল করতে গেলে পুনরায় গুলি চালানো হয়, যাতে আরও একজন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন।
তথ্য অনুযায়ী, জুলাই গণহত্যার ঘটনায় এ পর্যন্ত ২২টি মামলা হয়েছে, যেখানে ১৪১ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে মাত্র ৫৪ জন, যাদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য। প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, চলমান তদন্তে বিভিন্ন পেশার অভিযুক্তদের নাম উঠে আসছে এবং সবাইকেই আইনের আওতায় আনা হবে।
এসআর
মন্তব্য করুন: