[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ১০:৩৪ পিএম

ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বহিঃনিরীক্ষকের অডিট প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

পর্ষদের এক সদস্য জানান, নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকেই মুনিরুল মওলার অপসারণের দাবি জানিয়ে আসছিলেন ব্যাংকের কর্মকর্তারা।

বহিঃনিরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবেদনে এস আলম গ্রুপ ও নাবিল গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মে মুনিরুল মওলার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একসময় ইসলামী ব্যাংক দেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান ছিল, যা এখন দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত। এই অবস্থার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন মুনিরুল মওলা।

চট্টগ্রামের বাসিন্দা মুনিরুল ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই প্রভাবশালী হয়ে ওঠেন। ওই গ্রুপের সহায়তায় দ্রুত পদোন্নতি পেয়ে ২০২০ সালের ডিসেম্বরে এমডি পদে আসীন হন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির এবং একটি গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা এতে সহযোগিতা করেন।

এরপর ব্যাংকটি থেকে প্রায় ৯১ হাজার কোটি টাকা তুলে নেয় এস আলম গ্রুপ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর