[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ পাঠ করানোর নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ৩:৪২ পিএম
আপডেট: ১০ মার্চ ২০২৫ ৩:৪৩ পিএম

ফাইল ছবি

রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর দায়িত্ব প্রধান বিচারপতির ওপর ন্যস্ত করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়জীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারুক এই রিট আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার ফারুক জানান, রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে শহীদুল্লাহ ফরায়জী উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করান, যা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত রেওয়াজ। সংসদীয় কিংবা রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা—উভয় ক্ষেত্রেই এটি প্রচলিত।

কিন্তু বাংলাদেশে রাষ্ট্রপতির শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার, যা বিচার বিভাগের ভূমিকাকে উপেক্ষা করে এবং রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নে বিতর্ক সৃষ্টি করে।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদধারী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ৯৪(২) অনুচ্ছেদে প্রধান বিচারপতির মর্যাদা সংজ্ঞায়িত করা হয়েছে।

১৯৭২ সালের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথগ্রহণ প্রধান বিচারপতির মাধ্যমে পরিচালিত হবে। এ ব্যবস্থার পরিবর্তন বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগের ভারসাম্য নষ্ট করতে পারে বলে রিটে বলা হয়েছে।

এই রিটের মাধ্যমে রাষ্ট্রপতির শপথগ্রহণ প্রক্রিয়ায় সাংবিধানিক ভারসাম্য পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর